Ajker Patrika

মেয়র আসবেন বলে...

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ৫৮
মেয়র আসবেন বলে...

পুরান ঢাকার আজিমপুর ছাপড়া মসজিদ ও সরকারি কলোনির আশপাশে পরিদর্শনে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ কারণে মসজিদ ও কলোনির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

কলোনির বাসিন্দারা জানান, মসজিদের সামনে এবং কলোনির দক্ষিণ পাশে প্রতিদিন শতাধিক দোকান বসানো হয়। এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। মাছ, মাংস, সবজি, ফলমূল থেকে শুরু করে সব ধরনের দোকানই এখানে বসানোর অনুমোদন দেওয়া হয়েছে অবৈধভাবে।

নাম প্রকাশ না করার শর্তে কলোনির একজন বাসিন্দা জানান, এখানকার দোকানিরা সবাই সিন্ডিকেট ব্যবসা করেন। একটি পণ্য প্রতিটি দোকানে একই দাম হাঁকান, যা বাজারমূল্যের থেকে ৫-১০ টাকা কেজি প্রতি বেশি।

মেয়র আসবেন তাই চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। জানা গেছে, আজিমপুর সরকারি কলোনির ‘বি’ জোনের দক্ষিণ পাশের সড়ক এবং আজিমপুর ছাপড়া মসজিদ সামনে বেশ কিছু দোকান রয়েছে। এসব দোকানের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য মেয়র আসছেন বলে কলোনির একজন বাসিন্দা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত