নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।
সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।
এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’
আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।
সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।
এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’
আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১ সেকেন্ড আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১২ মিনিট আগে