Ajker Patrika

মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ০২: ২৫
মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।

সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।

এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’

আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত