Ajker Patrika

সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: সংগৃহীত

অটোরিকশার জমার টাকা কমানোসহ ১৩ দফা দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবির মধ্যে রয়েছে, ২০০৭ সালের নীতিমালা অনুযায়ী সংখ্যাসীমা বাড়িয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা, নিবন্ধন প্রদান এবং শ্রমিক স্বার্থবিরোধী আইন সংশোধন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই কর্মসূচির ঘোষণা দেয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব আব্দুল জাব্বার মিয়া। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক রুহুল আমিন মুন্সি।

পাঁচ দিনের কর্মসূচি

২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন, ২৭ ফেব্রুয়ারি বিআরটিএ সদর কার্যালয় ঘেরাও, ২৩ মার্চ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে চালকদের ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন, ১৫ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে ২৪ ঘণ্টার সিএনজি ধর্মঘট।

সংগঠনটির ১৩ দফা দাবির মধ্যে রয়েছে মিটারে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৭৫ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটারে ২৭ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৫ টাকা নির্ধারণ, দৈনিক মালিকের জমা ৯০০ টাকার বদলে ৮০০ টাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য ৭০০ টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন করা, সিএনজি অটোরিকশার পার্কিং ব্যবস্থা না করে বেআইনিভাবে নো পার্কিং মামলাসহ ভিডিও মামলা, মিটারের ওপর মামলা না করা এবং হয়রানিমূলক রেকারিং, ডাম্পিং বন্ধ করা, লাইসেন্স দেওয়া সহজ করা, অটোরিকশা চলাচলের জন্য জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, সিএনজি স্টেশনে সিএনজি অটোরিকশার জন্য আলাদা নজেল স্থাপন করে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস প্রদান ইত্যাদি।

সংবাদ সম্মেলনে ‘চালকরাই হবে গাড়ির মালিক’ বাস্তবায়ন এবং অটোরিকশা ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের নামে নতুন ১৫ হাজার ও চট্টগ্রাম মহানগরী এলাকার জন্য নতুন ১০ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়ার ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। পাশাপাশি সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নে পুনরায় হয়রানিমূলক ফিল্ডটেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করা ও পেশাদার-অপেশাদার সবার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা এবং পেশাদার লাইসেন্সধারীর জন্য ডোপ টেস্ট ফ্রি করার দাবি জানানো হয়।

বাকি দাবির মধ্যে রয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে রাইড শেয়ারিংয়ের নামে চলাচলকারী চালকদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা, এনলিস্টেট গাড়ি ব্যতীত রাইড শেয়ারিংয়ের নামে অন্য গাড়ি চলতে না দেওয়া এবং এনলিস্টেট তালিকা ট্রাফিক সার্জেন্টের ওয়েবসাইটে দেওয়া।

সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, খলিলুর রহমান, আলমগীর কবীর, ফারুক হোসেন (চট্টগ্রাম), আবুল কালাম, জুয়েল মালতিয়া, শাহ আলম, নুর মোরশেদ, খোরশেদ আলম, মোতালেব শরিফ, আলমগীর হোসেন ও মমিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত