Ajker Patrika

গয়েশ্বরকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: কামরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গয়েশ্বরকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: কামরুল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে নয়, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। জিয়াউর রহমানের দেখানো নোংরা পথে খালেদা জিয়া ও তারেক রহমান চলছে। দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়েছে, সেই একই অপশক্তির বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী এখন লড়ছেন। 

আজ রোববার কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কামরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই অপশক্তিগুলো ষড়যন্ত্র করছে। ৭১ এ যারা আমাদের মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আবারও সেই শক্তি দেশে গণতন্ত্রকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। গয়েশ্বর রায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তাকে কেরানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে অপতৎপরতা চালায় কোন অবস্থাতেই তাদের ছাড় দেব না। 

হামিদা বেগম লতার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মো. ইয়ামিন, মো. জিলহজ্জ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত