শাহরিয়ার হাসান, ঢাকা
নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।
নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউ সুপার মার্কেটের আগুন আরও বাড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত আট প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।
নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে, সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা। একটু আগে সেখানে দেখা গেছে, লোকজন মার্কেটের দোতলা থেকে বস্তায় করে মালামাল নিচে ছুড়ে ফেলে দিচ্ছেন। মার্কেটের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে মালামাল চুরি যাতে না হয় সে কারণে রাস্তায় পাহারা বসিয়েছেন বিজিবির সদস্যরা।
অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ছেন। তাঁরা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছেন। আপাতত পানির কোনো সমস্যা দেখছে না বলে জনিয়েছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি ভয়াবহ বলছেন তাঁরা। তিনতলা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের পুরো অংশে আগুন ছড়েয়ে পড়েছে। আগুনের বেগ দেখা না গেলেও ভেতর থেকে কালো ধোঁয়ো বের হতে দেখা যাচ্ছে।
এদিকে গাউসিয়া ও নিউ সুপার মার্কেটের মাঝামাঝি সংযোগ ফুটওভার ব্রিজটিতে মানুষের ভিড় বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ অমান্য করে ঝুকিপূর্ণ এই ফুটওভার ব্রিজে জড়ো হচ্ছে মানুষ। এতে যেকোনো সময় এটা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
২০ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
৪০ মিনিট আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে