নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনায় নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে জিডির তথ্য নিশ্চিত করেছেন। 

নিউ মার্কেট থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ এপ্রিল) রাতেই আগুনের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি জিডিটি করেন। 

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার কথা জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

পরে আজ রোববার (আগুন ১৬ ঘণ্টার বেশি সময় পর) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিভে। বিষয়টি সকাল ১০টার দিকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত