Ajker Patrika

যুবলীগ নেতার আয়নাবাজি: তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মে ২০২৪, ২২: ১৯
যুবলীগ নেতার আয়নাবাজি: তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ হাইকোর্টের

উত্তরার যুবলীগ নেতা নাজমুল হাসানের নামে মিথ্যা আপিল দায়েরের ঘটনায় তিনজনের বিরুদ্ধে এজাহার দায়েরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ এ রায় দেন। রায়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নাজমুল, মিরাজুল ও তদবিরকারক ফরিদের বিরুদ্ধে এজাহার দায়ের করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে মামলাটি তদন্ত করার জন্য পিবিআইর প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে।

এর আগে নাজমুলের মাদক মামলায় সাত বছরের কারাভোগের পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির কারাভোগের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে আইনগত পদক্ষেপ চেয়ে হাইকোর্টে আবেদন করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

রায়ে বলা হয়, কোনো আসামি আত্মসমর্পণের সময় বিচারকদের আসামির পরিচয় শনাক্ত করার জন্য তাঁর জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ বা পাসপোর্টের কপি দাখিলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। আসামি গ্রেপ্তারের সময় তাঁর পরিচয় নিশ্চিত করতে পুলিশের আইজিকে সার্কুলার ইস্যু করতে বলা হয়েছে।

আর আইনজীবীরা কোনো আসামিকে আত্মসমর্পণ করালে তিনি কীভাবে শনাক্ত করলেন তার বর্ণনা আবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ কোনো আসামি গ্রহণ করার সময় পরিচয় নিশ্চিত হতে এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তা যাচাই করতে নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ঘটনাটি বিচার বিভাগের জন্য দুঃখজনক। এর মাধ্যমে জনগণের মাঝে বিচার বিভাগ সম্পর্কে নেতিবাচক প্রভাব পরবে। তাই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনা আবশ্যক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আসামি নাজমুল প্রকৃত আসামি হওয়া সত্ত্বেও অন্য একজনকে দিয়ে এই আপিলটি দায়ের করেছেন, যেটি খারিজ যোগ্য। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

আপিলকারীর পক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাজাহান বলেন, ‘বিষয়টি স্পষ্ট হয়েছে, একজনের আপিল অন্যজন করেছেন। সুতরাং, এটা তদন্ত করা যেতে পারে এবং যাঁরা জড়িত, তাঁরা নিশ্চয়ই আইনের আওতায় আসবেন।’ আসামি নাজমুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত