Ajker Patrika

ঘিওরে প্রতিবেশীর বিরুদ্ধে কৃষকের আলু খেতে বিষ দেওয়ার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০: ৪১
নিজ আলুখেতে ভুক্তভোগী কৃষক আজাদ । ছবি: আজকের পত্রিকা
নিজ আলুখেতে ভুক্তভোগী কৃষক আজাদ । ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।

ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’

ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’

ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত