Ajker Patrika

সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৪৯
সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার সময় ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্টে পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে চালক ও যাত্রীরা। 

গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, সাড়ে ৬টায় ঘাট এলাকায় এসেছেন। এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ রয়েছে কুয়াশার কারণে। সকাল সাড়ে ৯টার সময় ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি। 

দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু করা হয় ফেরি চলাচলআরেক যাত্রী শফিক শামিম জানান, সারা বছর ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিতে হয় তাঁদের। এক মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজট লেগেই আছে। এখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা। 

পণ্যবাহী ট্রাকচালক আফজাল হোসেন বলেন, রাত ৩টা থেকে ফেরি পারের অপেক্ষায় আছি। গাড়িতে সবজি রয়েছে। ঘাটের কাছাকাছি গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তাই বসে আছি। 

ঘাটের ফেরি পারাপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরানাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জানান, ভোর ৬টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে কয়েক শ যানবাহন আটকে থাকে পারের অপেক্ষায়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন, মো. জামাল হোসেন ও বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার কন্ট্রো রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত