রংপুর প্রতিনিধি
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।
তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে।
তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।
জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির (জাপা) নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। এতে সাধারণ গাড়ি মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
শনিবার সন্ধ্যায় রংপুরে মাওলানা কেরামত আলীর (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
রাঙ্গা বলেন, চলমান ধর্মঘট মালিক সমিতির ডাকা নয়। সাধারণ মালিকেরা এটা করছেন। আর তাঁদের ওপর বেশি চাপ সৃষ্টি করলে আমাদের নেতৃত্ব থাকবে না।
তিনি বলেন, পরিবহন মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। এতে করে শালীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে।
তাঁর দাবি, জ্বালানির দাম একলাফে লিটারে ১৫ টাকা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না। তিনি অবগত থাকলে এতে সম্মত হতেন না।
জাপা নেতা রাঙ্গা বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রভাব সর্বত্র পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেচ কাজে ডিজেল ব্যবহার হওয়ায় কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন। সবদিক বিবেচনায় সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধিরও সমালোচনা করেন সাবেক এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে প্রতি কিলোমিটারে ৫২ পয়সা অতিরিক্ত খরচ হবে। এর ওপর কোনো কারণ ছাড়াই সেতু নির্মাণের এত বছর পর ২০০ টাকা টোল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত অমানবিক।
এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে