গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ বলেছেন, ‘আমি আপনাদের পাহারাদার হতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।’ আজ রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এসব বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতারা বলেন, ‘জেলা পুলিশের যেকোনো ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’ এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য তাঁরা নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল-ভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত পুলিশ সুপার আরও বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারি বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম প্রমুখ।
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ বলেছেন, ‘আমি আপনাদের পাহারাদার হতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।’ আজ রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এসব বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতারা বলেন, ‘জেলা পুলিশের যেকোনো ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’ এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য তাঁরা নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল-ভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত পুলিশ সুপার আরও বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারি বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম প্রমুখ।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে