কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। অপর দিকে জেলার ভৈরবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে ভৈরব ও কুলিয়ারচরে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার আহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বাসেদ মিয়া। ছুরিকাঘাতে তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। হাতে দুটি সেলাই দেওয়া হয়। দুই মাদক কারবারি হলেন মনোহরপুর গ্রামের মনির মিয়া (৩২) এবং পশ্চিম তারাকান্দি গ্রামের নাঈম মিয়া (২৫)।
অপর দিকে ভৈরব থানার আহত পুলিশ সদস্যরা হলেন ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনের মা ও দুই বোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরের বাজরা বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহ হলে পুলিশ একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে চায়। তখন আসামি মনির মিয়া পুলিশ সদস্য বাসেদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোমর থেকে একটি ছুরি বের করি আঘাত করেন। এ সময় পুলিশ সদস্য হাত দিয়ে আত্মরক্ষা করতে চাইলে, তার বাঁ হাতে মারাত্মক জখম হয়। পরে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা মোটরসাইকেলে থাকা দুই মাদক কারবারিরকে আটক করে শরীর তল্লাশি চালিয়ে ৫২টি ইয়াবা, একটি বিদেশি মদের বোতল, দুটি ছুরি ও তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। আহত বাসেদ মিয়াকে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব উপজেলার গোছামারা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদকে সঙ্গে নিয়ে অভিযান যান। এ সময় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দামকে ছিনিয়ে নেন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ফেরার পথে স্বজনেরা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসামির মা ও তাঁর দুই বোনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন ও কর্তব্যরত পুলিশ সদস্যকে জখমের অপরাধে মামলার ভিত্তিতে দুই মাদক কারবারিকে আজ দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। অপর দিকে জেলার ভৈরবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে ভৈরব ও কুলিয়ারচরে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
কুলিয়ারচর থানার আহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল বাসেদ মিয়া। ছুরিকাঘাতে তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়। হাতে দুটি সেলাই দেওয়া হয়। দুই মাদক কারবারি হলেন মনোহরপুর গ্রামের মনির মিয়া (৩২) এবং পশ্চিম তারাকান্দি গ্রামের নাঈম মিয়া (২৫)।
অপর দিকে ভৈরব থানার আহত পুলিশ সদস্যরা হলেন ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীন, কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনের মা ও দুই বোনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরের বাজরা বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহ হলে পুলিশ একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে চায়। তখন আসামি মনির মিয়া পুলিশ সদস্য বাসেদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোমর থেকে একটি ছুরি বের করি আঘাত করেন। এ সময় পুলিশ সদস্য হাত দিয়ে আত্মরক্ষা করতে চাইলে, তার বাঁ হাতে মারাত্মক জখম হয়। পরে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা মোটরসাইকেলে থাকা দুই মাদক কারবারিরকে আটক করে শরীর তল্লাশি চালিয়ে ৫২টি ইয়াবা, একটি বিদেশি মদের বোতল, দুটি ছুরি ও তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। আহত বাসেদ মিয়াকে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব উপজেলার গোছামারা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভৈরব থানার এএসআই নাসির উদ্দীন কনস্টেবল রবিউল ও কনস্টেবল আজাদকে সঙ্গে নিয়ে অভিযান যান। এ সময় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দামকে ছিনিয়ে নেন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে ফেরার পথে স্বজনেরা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসামির মা ও তাঁর দুই বোনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন ও কর্তব্যরত পুলিশ সদস্যকে জখমের অপরাধে মামলার ভিত্তিতে দুই মাদক কারবারিকে আজ দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৯ ঘণ্টা আগে