Ajker Patrika

মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে ছাত্রলীগ-আ. লীগের হামলা, আহত ৩০

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৯: ০২
মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে ছাত্রলীগ-আ. লীগের হামলা, আহত ৩০

মুন্সিগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপির। 

আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে বিএনপির বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে।  

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি শ্রীনগর বাইপাস এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ পাল্টা মিছিল করে ওই এলাকায় এসে বিএনপির মিছিলে হামলা চালায়। 

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা। ছবি: আজকের পত্রিকামুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা বলেন, সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরেও বিএনপির শান্তি শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ বিনা উসকানিতে তাদের মিছিলে হামলা করেছে। অন্তত ২০ জন নেতাকর্মীকে মারধর করে আহত করেছে তারা।  

তবে পাল্টা অভিযোগ করেছেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইম ইসলাম প্রিন্স। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর বাইপাস এলাকায় শোক র‍্যালি করছিলাম। হঠাৎ বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের শোক মিছিলে হামলা করে। এই ঘটনায় আমিসহ ছাত্রলীগের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছে। আমরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’ 

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি বিক্ষোভে পুলিশও লাঠিচার্জ করে। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে জানতে চাইলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি কর্মসূচি চলছিল। এ সময় পাশ দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

এদিকে, প্রায় একই সময়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের হামলা। ছবি: আজকের পত্রিকাগজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, ‘সকাল ১০টায় বিএনপি গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। স্থান পরিবর্তন করে রসুলপুর থেকে উপজেলা খেয়াঘাট সংলগ্ন সড়কে গিয়ে সমাবেশ করেন তাঁরা।’ 

বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী  লীগের হামলায় সেখানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মজিবুর রহমান, গজারিয়া উপজেলা  বিএনপির নেতা শফিকুল ইসলাম, রনি মাষ্টার, তোফাজ্জলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত