সাভার (ঢাকা) প্রতিনিধি
তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’
সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’
সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩৬ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে