গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’
স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’
ঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৯ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৪০ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগে