Ajker Patrika

গজারিয়ায় গাড়ির ধাক্কায় মাইক্রোবাসযাত্রী যুবক নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় গাড়ির ধাক্কায় মাইক্রোবাসযাত্রী যুবক নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী এমদাদ হোসেন শাওন (২৮) নামের যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদ হোসেন শাওন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী রত্না বেগম (৪০), দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫) এবং বরিশালের উজিরপুর উপজেলার মফিজ মিয়ার ছেলে (মাইক্রোবাসচালক) আল আমিন (২৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল মাইক্রোবাসটি। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় গেলে একটি গাড়ি দিলে ধাক্কা দিলে মাইক্রোবাসটি রাস্তার ডিভাইডারে উঠে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে থাকা চারজনই আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক এমদাদ হোসেন শাওনকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম বলেন, আহত তিনজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত ব্যক্তির লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত