দক্ষিণ সিটির ৫৮ ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২২, ১১: ১৮
Thumbnail image

রোববার সকাল থেকে ঈদুল আজহার পশু কোরবানি শুরু করেছে নগরবাসী। আর দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বর্জ্য অপসারণ শুরুর ৯ ঘণ্টার মধ্যে ডিএসসিসির ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। 

রোববার মধ্য রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১, ৩, ৬, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩-৩৩, ৩৬-৪৪, ৪৯, ৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এছাড়াও ৫, ১১, ১৯, ২২, ৩৪, ৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। 

এদিকে শনিবার রাত ১১টা থেকে রোববার রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৭৮৩টি ট্রিপের মাধ্যমে মোট ৭ হাজার ১৩৯.২৪ মেট্রিক টন বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ডিএসসিসির কর্মীরা। এর মধ্যে রয়েছে পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত