জবিতে খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৯: ২২
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২১: ৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলক নির্মাণ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত একটি ব্যাখ্যা গণমাধ্যমকে দেওয়া হয়।

সেই ব্যাখ্যায় বলা হয়েছে, ১৯৯৫ সালের ২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই ফলশ্রুতিতে তৎকালীন প্রশাসনিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক প্রশাসনিক ভবন প্রাঙ্গণে স্থাপন করা হয়। পরবর্তীতে কতিপয় দুষ্কৃতকারী উক্ত ঘোষণা ফলক ভেঙে ফেলে।

ব্যাখ্যায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক পুনঃস্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে মাত্র। এখানে কোনো প্রকার দলীয় কিংবা রাজনৈতিক ম্যুরাল স্থাপন করা হচ্ছে না। এটি শুধুমাত্র ছবি সংবলিত ঘোষণা ফলক—যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাসকে ধারণ করছে।

এর আগে মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলকে ম্যুরাল বা স্কেচ না করার দাবিতে সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত