Ajker Patrika

ফরিদপুরে খেত থেকে পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫: ২৭
পেঁয়াজখেতে কান্না করছেন বোয়ালমারীর কৃষক রুহুল আমিন ফকির। ছবি: আজকের পত্রিকা
পেঁয়াজখেতে কান্না করছেন বোয়ালমারীর কৃষক রুহুল আমিন ফকির। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক রুহুল আমিন ফকিরের আবাদ করা ৬০ শতাংশ জমির পরিপক্ব সব পেঁয়াজ জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

রুহুল আমিন জানান, প্রতিবছরের মতো এবারও তিনি তার পৈতৃক জমিতে পেঁয়াজ চাষ করেন। তবে রমজান উপলক্ষে মসজিদে এতেকাফে থাকায় সুযোগ বুঝে রোববার সকালে ৫০-৬০ জন লোক নিয়ে তাঁর আবাদি জমির সব পেঁয়াজ তুলে নিয়ে যান রইসুল ইসলাম পলাশ। খবর পেয়ে তিনি এতেকাফ ভেঙে খেতে যান, তবে বাধা দিতে গিয়ে ভয়ে ফিরে আসতে বাধ্য হন। এরপর জমিতেই লুটিয়ে পড়ে কান্না করেন।

রুহুল আমিন অভিযোগ করে বলেন, ‘পলাশ এভাবে অনেকের জমি দখল করেছে, ওর ভয়ে কেউ কথা বলে না। অত্র এলাকার ভূমি সন্ত্রাসী, দল গঠন করে এভাবে মানুষের ক্ষতি করতেছে। এদের সামনে কেউ ভয়ে যায় না, আর আমি তো এখন বাড়িতেও থাকতে পারব না।’

জানা গেছে, কৃষক রুহুল আমিন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি গ্রামের বাসিন্দা। দীঘিরপাড় মৌজার ৫১৭ নম্বর খতিয়ানের ৭১৯ নম্বর দাগের ৬০ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছেন রুহুল আমিন। তিনি বর্গাচাষি হাবিবের মাধ্যমে সেখানে পেঁয়াজের আবাদ করেছিলেন। কিন্তু স্থানীয় চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, কায়েস মিয়া, এলাহক মোল্যা এবং আরও ৩০-৪০ জন লোক জমিতে গিয়ে সমস্ত পেঁয়াজ তুলে নিয়ে যান।

বর্গাচাষি হাবিব অভিযোগ করেন, তিনি রুহুল আমিনের কাছ থেকে বর্গা নিয়ে জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। তবে রইসুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল লোক জোর করে পেঁয়াজ তুলে নিয়ে যায় এবং বাধা দিতে গেলে তাঁকে রামদা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ জানান, এটি তাঁর মামার জমি এবং তিনি পাওয়ার অব অ্যাটর্নি পেয়েছেন। তবে পেঁয়াজের আবাদ কে করেছিলেন—এমন প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি। তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করেন।

তিনি বলেন, ‘গত দুই বছর আওয়ামী লীগের সন্ত্রাসীরা জমি দখল করে রেখেছিল। এবারও পেঁয়াজ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাগিয়েছে। আমি হাইকোর্টের রায় পেয়ে বৈধ কাগজপত্র নিয়েই জমিতে গিয়েছি। আমি কোনো অন্যায় করিনি। আর আমি অন্যায় করিও না, আমি একজন ন্যায় বিচারক। আমার ওপরে এলাকার কেউ কথাও বলতে চান না।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, কৃষক রুহুল আমিনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত