Ajker Patrika

ফরিদপুরে নিক্সনের সহচর সাবেক ছাত্রলীগ নেতা কাউসারসহ গ্রেপ্তার ২

ফরিদপুর প্রতিনিধি
গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আকন্দ। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আকন্দ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী তসলিম বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের অনাথের মোড় এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাতেই বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল।

কাউসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে এবং সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) সাবেক ভিপি ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার আসামিও তিনি।

এই কাউসার প্রথমে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের আমলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হোন। এরপর থেকে বিভিন্ন অপকর্মের মূল হোতা হিসেবে পরিচিত পান। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একপর্যায়ে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসুর) ভিপি পদ ভাগিয়ে নেন এবং হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য হয়ে যান।

কাওসার আকন্দ ২০১৮ সালে খন্দকার মোশররফের পতনের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকেন। পরে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে প্রকাশ্যে আসেন। ফরিদপুর জেলা যুবলীগের ‘অন্যতম নেতা’ হিসেবে পরিচিতি পান, কিন্তু কোনো পদে ছিলেন না।

এসআই ফাহিম ফয়সাল জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বরইতলায় ছাত্রলীগ-যুবলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তারা কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেননি।

তিনি আরও জানান, এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়া ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্ন স্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তাঁর দলবল নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্ন স্থানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকি-ধমকি দেয় বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত