সাভার (ঢাকা) প্রতিনিধি
বান্ধবী নিয়ে সাভারের এনায়েতপুরে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হলেন এক যুবক। স্থানীয় বখাটেরা তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েকে ছেড়ে দিয়ে ওই যুবককে আটক করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায়।
খবর পেয়ে র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা বিকেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় সাতজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
ভুক্তভোগী যুবকের নাম সাকিব (২২)। তিনি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার। গ্রামের বাড়ি পাবনা। বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।
আজ রোববার গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)।
সাকিব বলেন, ‘বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হন সাকিব। সেখানে থাকা বখাটে যুবকেরা তাদের পথরোধ করে। পরে তাদের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিলেও তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা কেউ দাবি করছেন চাকরিজীবী, কেউ দাবি করেছেন শিক্ষার্থী। কিন্তু কেউ তাদের পেশার কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তাই তাদের পেশা নিয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
তিনি বলেন, বাদীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
বান্ধবী নিয়ে সাভারের এনায়েতপুরে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হলেন এক যুবক। স্থানীয় বখাটেরা তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েকে ছেড়ে দিয়ে ওই যুবককে আটক করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায়।
খবর পেয়ে র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা বিকেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় সাতজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
ভুক্তভোগী যুবকের নাম সাকিব (২২)। তিনি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার। গ্রামের বাড়ি পাবনা। বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।
আজ রোববার গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)।
সাকিব বলেন, ‘বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হন সাকিব। সেখানে থাকা বখাটে যুবকেরা তাদের পথরোধ করে। পরে তাদের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিলেও তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা কেউ দাবি করছেন চাকরিজীবী, কেউ দাবি করেছেন শিক্ষার্থী। কিন্তু কেউ তাদের পেশার কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তাই তাদের পেশা নিয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
তিনি বলেন, বাদীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে