সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এর আগে গতকাল সোমবার তাঁর কক্ষে তালা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রবি, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বি এম বজলুর রহমান, শিপু জামান বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, ‘চেয়ারম্যান নূরে আলম মুক্তা একজন মাদকসেবী। তিনি পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। দেশের সব আওয়ামী দোসরকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে রয়েছেন। আমরা অনতিবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ চাই।’
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিষদের ভিজিএফের চাল বিতরণের তারিখ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর হস্তক্ষেপে সচিবের কক্ষটি খুলে দেওয়া হয়।
এর আগে গত রোববার বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধর করেন। গতকাল সোমবার সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন ইউপি সদস্য দাবি করেন, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে চেয়ারম্যানকে লাথি মেরেছেন। তিনি মানসিক প্রতিবন্ধী, বিষয়টি চেয়ারম্যানের জানা ছিল না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটেছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এর আগে গতকাল সোমবার তাঁর কক্ষে তালা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রবি, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বি এম বজলুর রহমান, শিপু জামান বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, ‘চেয়ারম্যান নূরে আলম মুক্তা একজন মাদকসেবী। তিনি পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। দেশের সব আওয়ামী দোসরকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে রয়েছেন। আমরা অনতিবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ চাই।’
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিষদের ভিজিএফের চাল বিতরণের তারিখ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর হস্তক্ষেপে সচিবের কক্ষটি খুলে দেওয়া হয়।
এর আগে গত রোববার বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধর করেন। গতকাল সোমবার সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন ইউপি সদস্য দাবি করেন, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে চেয়ারম্যানকে লাথি মেরেছেন। তিনি মানসিক প্রতিবন্ধী, বিষয়টি চেয়ারম্যানের জানা ছিল না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটেছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাভার পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। হাতুড়ি আঘাতে তাঁর দুই পা ও বাঁ হাতের হাড় কয়েক টুকরো হয়ে গেছে।
১১ মিনিট আগেপ্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশ্যে স্ত্রী সন্তানদের নিয়ে যাত্রা করেন নাজমুল হোসেন। কিন্তু স্ত্রী সন্তানদের নিয়ে তাঁর আর বাড়িতে যাওয়া হলো না। পথে তাকওয়া পরিবহন নামের একটি বাস কেড়ে নেয় তাঁর ও স্ত্রীর প্রাণ। ঈদে দুজনে বাড়ি গেলেন ঠিকই, তবে নিথর দেহে।
২৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
৩২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে