সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদল নেতা খোরশেদ আলমের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সে আয়োজনে অংশ নিতেই একত্রিত হন যুবদল নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি মিলাদের আড়ালেই সমাবেশের চেষ্টা করছিল তাঁরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদল নেতা খোরশেদ আলমের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সে আয়োজনে অংশ নিতেই একত্রিত হন যুবদল নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি মিলাদের আড়ালেই সমাবেশের চেষ্টা করছিল তাঁরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
১৫ মিনিট আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
১৯ মিনিট আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
৪২ মিনিট আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
১ ঘণ্টা আগে