সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদল নেতা খোরশেদ আলমের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সে আয়োজনে অংশ নিতেই একত্রিত হন যুবদল নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি মিলাদের আড়ালেই সমাবেশের চেষ্টা করছিল তাঁরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল।
খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদল নেতা খোরশেদ আলমের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সে আয়োজনে অংশ নিতেই একত্রিত হন যুবদল নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি মিলাদের আড়ালেই সমাবেশের চেষ্টা করছিল তাঁরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৫ ঘণ্টা আগে