চট্টগ্রামের সাবেক এমপি আবু রেজা নদভী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নদভীকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শামসুজ্জামান দিপু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেন, নদভী কলেজ শিক্ষার্থী খালিদ হত্যার একজন নির্দেশদাতা বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত