তিন দফা দাবিতে শিক্ষা অধিদপ্তর বরাবর স্মারকলিপি দিল ছাত্র ইউনিয়ন

প্রতিনিধি, ঢাবি
Thumbnail image

করোনাকালীন শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, ঝরে পড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আগামী ১ বছরের বেতন ফি মওকুফের দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এর আগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি জহরলাল রায়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার, সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। সমাবেশে স্মারকলিপি পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু।

সমাবেশে বক্তারা বলেন, দেড় বছর সশরীরের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে দেশের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার শুরু থেকেই ছাত্র ইউনিয়ন দাবি জানিয়ে এসেছে এই সময়কালে ছাত্র-ছাত্রীদের বেতন মওকুফ করার। করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে এই দাবিকে সামনে রেখে ঢাকা শহরের বিভিন্ন থানায় ও সারা দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে সভা-সমাবেশ করে আসছি আমরা। শিক্ষা মন্ত্রণালয়ে বারংবার এই দাবি জানালেও তাঁরা কর্ণপাত করেনি। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, উল্টো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গেই নানা আলাপ শুরু হলো যে কী প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে এই অর্থ আদায় করা যায়। শিক্ষামন্ত্রীর তরফ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি টিউশন ফি’তে ছাড় দেওয়ার আহ্বান জানানো হলেও, মওকুফের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই অবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা জহরলাল রায় বলেন, `করোনা মহামারির কারণে বাংলাদেশের ৩ কোটি শিক্ষার্থী যে অপরিসীম ক্ষতির সম্মুখীন হলো, তা থেকে আমরা প্রত্যাশা করেছিলাম, এবারের জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে আমাদের দাবিকে আমলে নেওয়া হবে। বাজেটের পূর্বে বারবার দাবি নিয়ে রাজপথে উপস্থিত থাকলেও আমরা দেখলাম, সরকার বরাবরের মতোই তার নিয়মিত প্রবৃদ্ধির হারেই শিক্ষা বাজেট পেশ করলেন। যেখানে করোনাকালে শ্রমজীবী মানুষের নতুন করে আয় কমেছে প্রায় ৮০ শতাংশ, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে করোনাকালীন পুরো সময়ের টিউশন ফি আদায় করা সংক্রান্ত কোনো সিদ্ধান্তে না আসতে পারা সরকারের চূড়ান্ত ব্যর্থতার আরও একটি উদাহরণ। এ রকম অবস্থায় আমরা মনে করি, সারা দেশের শিক্ষার্থী সমাজকে একত্রিত করে একটি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া ছাড়া আর কোনো উপায়ে এই সংকট নিরসন হওয়ার সম্ভাবনা নেই। করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ ও শিক্ষকদের বেতন-ভাতার জন্য বিশেষ প্রণোদনার দাবিতে সারা দেশব্যাপী এরই মধ্যে একটি আন্দোলন গড়ে উঠেছে। আমরা আশা করি ও বিশ্বাস করি, সারা দেশের সচেতন শিক্ষার্থী সমাজ বরাবরের মতোই এই যৌক্তিক দাবির পক্ষে মাঠে নামবে এবং এই অবিচারের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করবে।'

সমাবেশের পরে টিএসসি থেকে একটি মিছিল শাহবাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত