নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে শেষ মুহূর্তে জমজমাট পশুর হাটগুলো, তবে আগের দিনের তুলনায় ভিড় কম। মঙ্গলবার সকাল থেকেই বেড়েছে বিক্রি, তবে কমেছে দাম। রাজধানীর কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে মিলেছে এমন চিত্র।
রাজধানীর গাবতলী, আফতাবনগর আর মেরাদিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বিক্রেতারাই চাইছেন তাঁদের সংগ্রহে থাকা সবগুলো পশুর বিক্রি শেষ করতে। এ জন্য সব ধরনের পশুর দাম আগের দিনগুলোর তুলনায় কমিয়ে দিয়েছেন তাঁরা।
মেরাদিয়া পশুর হাটে নেত্রকোনা থেকে গরু নিয়ে এসেছে ব্যাপারী সাঈদ মিয়া। তিনি জানান, মোট ৪০টি গরু নিয়ে গত শনিবার ঢাকায় আসেন তিনি। তাঁর কাছে এখন মাত্র দুইটি গরু আছে। গতকাল পর্যন্ত এই গরুগুলো দেড় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। যেগুলো আজ (মঙ্গলবার) এক লাখ ২০ হাজার টাকা হলেই বেঁচে দেবেন। দ্রুত বিক্রি শেষ করে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে চান তিনি।
রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে কথা হয় কুষ্টিয়া থেকে ৯৫টি গরু নিয়ে আসা ব্যাপারী চান মিয়ার সঙ্গে। চার দিনে ৬৪টি গরু বিক্রি হয়েছে তাঁর। চান মিয়া জানালেন তাঁর কাছে থাকা বেশির ভাগ গরুই মাঝারি আকারের। এই গরুগুলোর চাহিদা বেশি থাকায় দামও পেয়েছেন ভালো। তবে আজ দাম কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। আগের দিনগুলোতে ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে বিক্রি করা গরুগুলো আজ বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ হাজার টাকায়।
গত কয়েক দিনের তুলনায় আজ ক্রেতাদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। মূলত যারা ঢাকার বাসিন্দা, শেষদিনের ক্রেতাদের তালিকায় তাঁদের সংখ্যা বেশি। পাশাপাশি নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি তারাও জড়ো হয়েছেন পশুর হাটে।
আফতাবনগর পশুর হাটে আশরাফ আলম নামে এক বেসরকারি চাকরিজীবী জানালেন, প্রতিবছর গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি দিয়ে থাকি। এবার ঈদের পরপরই লকডাউন আসছে, পাশাপাশি গ্রামে করোনার সংক্রমণও বেশি। তাই এবার যেই ভবনে থাকি তাঁদের সঙ্গে মিলে কোরবানি দিচ্ছি। গ্রামে যাব নাকি, ঢাকায় থাকব, সে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আজ হাটে এসেছি।
মেরাদিয়া হাটে গরু কিনতে আসা রামপুরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানালেন, গত কয়েক দিন ভিড় থাকায় হাটে আসেনি। আজকে এসে একটি গরু কিনলাম ৯০ হাজার টাকায়। অথচ এই একই আকারের গরু দুই দিন আগে আমার বড় ভাই কিনেছেন এক লাখ ২০ হাজার টাকায়।
এদিকে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের বেশির ভাগই মানেননি স্বাস্থ্যবিধি।
রাজধানীতে শেষ মুহূর্তে জমজমাট পশুর হাটগুলো, তবে আগের দিনের তুলনায় ভিড় কম। মঙ্গলবার সকাল থেকেই বেড়েছে বিক্রি, তবে কমেছে দাম। রাজধানীর কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে মিলেছে এমন চিত্র।
রাজধানীর গাবতলী, আফতাবনগর আর মেরাদিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বিক্রেতারাই চাইছেন তাঁদের সংগ্রহে থাকা সবগুলো পশুর বিক্রি শেষ করতে। এ জন্য সব ধরনের পশুর দাম আগের দিনগুলোর তুলনায় কমিয়ে দিয়েছেন তাঁরা।
মেরাদিয়া পশুর হাটে নেত্রকোনা থেকে গরু নিয়ে এসেছে ব্যাপারী সাঈদ মিয়া। তিনি জানান, মোট ৪০টি গরু নিয়ে গত শনিবার ঢাকায় আসেন তিনি। তাঁর কাছে এখন মাত্র দুইটি গরু আছে। গতকাল পর্যন্ত এই গরুগুলো দেড় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। যেগুলো আজ (মঙ্গলবার) এক লাখ ২০ হাজার টাকা হলেই বেঁচে দেবেন। দ্রুত বিক্রি শেষ করে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে চান তিনি।
রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে কথা হয় কুষ্টিয়া থেকে ৯৫টি গরু নিয়ে আসা ব্যাপারী চান মিয়ার সঙ্গে। চার দিনে ৬৪টি গরু বিক্রি হয়েছে তাঁর। চান মিয়া জানালেন তাঁর কাছে থাকা বেশির ভাগ গরুই মাঝারি আকারের। এই গরুগুলোর চাহিদা বেশি থাকায় দামও পেয়েছেন ভালো। তবে আজ দাম কিছুটা কমিয়ে দিয়েছেন তিনি। আগের দিনগুলোতে ৬৫ থেকে ৭০ হাজার টাকার মধ্যে বিক্রি করা গরুগুলো আজ বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ হাজার টাকায়।
গত কয়েক দিনের তুলনায় আজ ক্রেতাদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। মূলত যারা ঢাকার বাসিন্দা, শেষদিনের ক্রেতাদের তালিকায় তাঁদের সংখ্যা বেশি। পাশাপাশি নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি তারাও জড়ো হয়েছেন পশুর হাটে।
আফতাবনগর পশুর হাটে আশরাফ আলম নামে এক বেসরকারি চাকরিজীবী জানালেন, প্রতিবছর গ্রামের বাড়িতে গিয়ে কোরবানি দিয়ে থাকি। এবার ঈদের পরপরই লকডাউন আসছে, পাশাপাশি গ্রামে করোনার সংক্রমণও বেশি। তাই এবার যেই ভবনে থাকি তাঁদের সঙ্গে মিলে কোরবানি দিচ্ছি। গ্রামে যাব নাকি, ঢাকায় থাকব, সে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আজ হাটে এসেছি।
মেরাদিয়া হাটে গরু কিনতে আসা রামপুরা এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানালেন, গত কয়েক দিন ভিড় থাকায় হাটে আসেনি। আজকে এসে একটি গরু কিনলাম ৯০ হাজার টাকায়। অথচ এই একই আকারের গরু দুই দিন আগে আমার বড় ভাই কিনেছেন এক লাখ ২০ হাজার টাকায়।
এদিকে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের বেশির ভাগই মানেননি স্বাস্থ্যবিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৪ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে