ঢামেক প্রতিবেদক
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
হোসনে আরা শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। সবুজবাগ রাজারবাগের বাসার ছয়তলায় ভাড়া থাকতেন।
হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাঁর বোন কিছু করতেন না। প্রায় সারা দিন বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনে আরা দ্বিতীয়। তাঁর বিয়ের ব্যাপারে কথা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মন খারাপ করে থাকতেন।
আজ সকালে বাবা আরেক ছোট বোনকে নিয়ে বাজারে যার। ফিরে এসে হোসনে আরার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানান, খবর পেয়ে সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরিবার সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, বিয়ের কথাবার্তা নিয়ে মন খারাপ ছিল তাঁর। এই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগ রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
হোসনে আরা শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। সবুজবাগ রাজারবাগের বাসার ছয়তলায় ভাড়া থাকতেন।
হোসনে আরার বোন সুফিয়া আক্তার জানান, তাঁর বোন কিছু করতেন না। প্রায় সারা দিন বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনে আরা দ্বিতীয়। তাঁর বিয়ের ব্যাপারে কথা চলছিল। কিন্তু তিনি এখন বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এরপর থেকে মন খারাপ করে থাকতেন।
আজ সকালে বাবা আরেক ছোট বোনকে নিয়ে বাজারে যার। ফিরে এসে হোসনে আরার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন হোসনে আরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানান, খবর পেয়ে সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুনী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরিবার সদস্যদের কাছ থেকে জানতে পেরেছেন, বিয়ের কথাবার্তা নিয়ে মন খারাপ ছিল তাঁর। এই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৮ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেমূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
৩৫ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
২ ঘণ্টা আগে