বিএনপি নেতা আমিনুল আরও ৫ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  ঢাকা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭: ১১
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭: ৫৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নাশকতার আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর পল্টন থানায় দায়ের করা পাঁচটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এই পাঁচ মামলার এক মামলায় আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, রমনা, শাহজাহানপুর, হাতিরঝিলসহ বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।

এরপর গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

পরে গত ২১ নভেম্বর হাতিরঝিল থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ নভেম্বর আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

সংসদ নির্বাচনের পর আমিনুলকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা। আজ আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। 

আদালত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাশে পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।

শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত