Ajker Patrika

নির্মাণাধীন ভবনে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫৪
নির্মাণাধীন ভবনে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রড চুরির অভিযোগে শিশুটিকে রাতভর নির্যাতন করা হয়। পরে সকালে মৃত্যু হয়। শিশুটির পরিবার চুরির বিষয়টি অস্বীকার করেছে।

নিহত শিশুর নাম মো. আকাশ (১৪)। তার বাবার নাম রহমত আলী। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল হক বলেন, ‘হত্যার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবার অভিযোগ করছে।

নিহতের ফুফু বলেন, ‘আমার ভাইয়ের ছেলে স্কুলছাত্র। সে চুরির সঙ্গে জড়িত নয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এদিকে আসত।’

নিহতের ফুফু আরও বলেন, ‘গতকাল রাতে আকাশ বাসায় ফেরেনি। বৃহস্পতিবার ভোরে একজন আমাকে ফোন করে জানায়, আকাশ অসুস্থ। তাকে বাসায় নিয়ে যেতে বলে। পরে আমরা আকাশকে বাসায় নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে পড়ে। পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়। এর পরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানানো হয়। বাসায় নেওয়ার পরেই মৃত্যু হয়। নির্যাতনের ঘটনায় জড়িতরা সবাই নির্মাণাধীন ভবনের শ্রমিক। রাতে যখন ওই কিশোরকে মারধর করা হয়, তখন অনেকে বাধা দেয়। তবে এতে কর্ণপাত করেননি শ্রমিকেরা। নিহত আকাশের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই নির্মাণাধীন ভবনের সবাই পলাতক রয়েছেন। 

কিশোরকে নির্যাতনে হত্যার খবরে সুষ্ঠু বিচারের দাবিতে নির্মাণাধীন ভবনটি ঘিরে রাখে স্থানীয়রা। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত