রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ট্রলারের পাখায় সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার ওই বৃদ্ধাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাহারা বেগম ওই এলাকার মৃত আব্দুর রশিদ ওরফে রসু মিয়ার স্ত্রী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রায়পুরার সদাগরকান্দি নৌ-পথে আলেক মাঝি তাঁর ট্রলারে যাত্রীসহ মালামাল পারাপার করেন। ওই ট্রলারে যাত্রী ছিলেন বৃদ্ধা সাহারা বেগম। বিকেলে অন্য যাত্রীদের সঙ্গে সদাগরকান্দি ঘাটে নামেন তিনি। ট্রলারের পাখার কাছাকাছি দূরত্বে গোসল করছিলেন তিনি। মাঝি তার দিকে খেয়াল না করেই ইঞ্জিন চালু করেন। এ সময় বৃদ্ধার শাড়ি পেঁচিয়ে বাম হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পাখার সঙ্গে আটকে যায়।
এদিকে ইঞ্জিনের শব্দে মাঝি ওই বৃদ্ধার চিৎকার শুনতে পাননি। পরে ট্রলার নিয়ে তিনি চলে যান। পরে আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে তাঁর স্বজনদের খবর দেন।
আহত বৃদ্ধার নাতি মাসুদ মোবাইল ফোনে বলেন, ‘আমার নানি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে তাঁকে রক্ত দেওয়া হলে বর্তমানে তার শরীরের অবস্থা কিছুটা ভালোর দিকে।’
চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রলারের পাখার আঘাতে বৃদ্ধার বাম হাত বিচ্ছিন্ন এবং শরীরের অন্যান্য স্থান থেঁতলে গেছে। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারটি আমার হেফাজতে আছে।’
নরসিংদীর রায়পুরায় ট্রলারের পাখায় সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার ওই বৃদ্ধাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাহারা বেগম ওই এলাকার মৃত আব্দুর রশিদ ওরফে রসু মিয়ার স্ত্রী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রায়পুরার সদাগরকান্দি নৌ-পথে আলেক মাঝি তাঁর ট্রলারে যাত্রীসহ মালামাল পারাপার করেন। ওই ট্রলারে যাত্রী ছিলেন বৃদ্ধা সাহারা বেগম। বিকেলে অন্য যাত্রীদের সঙ্গে সদাগরকান্দি ঘাটে নামেন তিনি। ট্রলারের পাখার কাছাকাছি দূরত্বে গোসল করছিলেন তিনি। মাঝি তার দিকে খেয়াল না করেই ইঞ্জিন চালু করেন। এ সময় বৃদ্ধার শাড়ি পেঁচিয়ে বাম হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পাখার সঙ্গে আটকে যায়।
এদিকে ইঞ্জিনের শব্দে মাঝি ওই বৃদ্ধার চিৎকার শুনতে পাননি। পরে ট্রলার নিয়ে তিনি চলে যান। পরে আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে তাঁর স্বজনদের খবর দেন।
আহত বৃদ্ধার নাতি মাসুদ মোবাইল ফোনে বলেন, ‘আমার নানি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে তাঁকে রক্ত দেওয়া হলে বর্তমানে তার শরীরের অবস্থা কিছুটা ভালোর দিকে।’
চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রলারের পাখার আঘাতে বৃদ্ধার বাম হাত বিচ্ছিন্ন এবং শরীরের অন্যান্য স্থান থেঁতলে গেছে। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারটি আমার হেফাজতে আছে।’
জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেকোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৭ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৭ ঘণ্টা আগে