উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে ফাঁকা মাঠে রাতের অন্ধকারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলামের (৪৫) নামের দুই সন্তানের জনকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। দক্ষিণখানের আশকোনা পূর্ব পাড়া এলাকার লেহুর টিলা মাঠে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। বিষয়টি মুখে মুখে এলাকাবাসী জেনে গেলে গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওই মাঠেই শহিদুলকে গণধোলাই দেয় এলাকাবাসী। বিষয়টি নিয়ে আশকোনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আজ বুধবার ঘটনাটি জানাজানি হয়।
শিশু ধর্ষণের চেষ্টাকারীকে হলেন, শেরপুর জেলার নকলা উপজেলার জালালপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি আশকোনা পূর্ব পাড়ার লেহুর টিলা এলাকার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে সে বিয়েও দিয়েছে।
ভুক্তভোগী ওই শিশুর নানী আজকের পত্রিকাকে বলেন, আমি ও আমার মেয়ে বাসা-বাড়িতে কাজ করি। আমরা কাজে গেলে তিন বছর বয়সী নাতিনকে দেখে রাখার জন্য ওই শিশুকে গাইবান্ধা থেকে নিয়ে আসি।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমাদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। এসময় নাতিন কান্নাকাটি শুরু করলে ওই মেয়ে তাকে কোলে করে মাঠে নিয়ে যায়। তখন শহিদুল ওই শিশুকে একা পেয়ে তার মুখ চেপে ধরে নিয়ে যায়। তা দেখতে পেয়ে একই বাসার একজন ভাড়াটিয়ে আমাদেরকে জানালে আমরা সেখানে দৌড়ে যাই।
এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা না দেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওই শিশুর খালা বলেন, আমরা গরীব মানুষ। এসব মামলা বুঝি না। সেই সাথে থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি করার মত আমাদের কেউ নাই। আমাদের মান-সম্মান হারানোর ভয়ে আমরা মামলা করি নাই।
আশকোনা পূর্ব পাড়ার স্থানীয় বাসিন্দা লোকমান বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানাজানি হলে এলাকার ৪০ / ৫০ জন শহিদুলকে ডেকে জিজ্ঞাসা করা হয়। বিষয়টি শহিদুল অস্বীকার করলে ভুক্তভোগী ওই মেয়েটি সবার সামনেই তাকে শনাক্ত করে। এরপরই ওই জায়গার পোলাপানরা শহিদুলকে গণধোলাই দিয়ে পাশের একটি হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত শহিদুল ইসলাম ধর্ষণের চেষ্টার কথা অস্বীকার করেছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আশকোনা এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর দক্ষিণখানে ফাঁকা মাঠে রাতের অন্ধকারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলামের (৪৫) নামের দুই সন্তানের জনকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। দক্ষিণখানের আশকোনা পূর্ব পাড়া এলাকার লেহুর টিলা মাঠে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। বিষয়টি মুখে মুখে এলাকাবাসী জেনে গেলে গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর ওই মাঠেই শহিদুলকে গণধোলাই দেয় এলাকাবাসী। বিষয়টি নিয়ে আশকোনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আজ বুধবার ঘটনাটি জানাজানি হয়।
শিশু ধর্ষণের চেষ্টাকারীকে হলেন, শেরপুর জেলার নকলা উপজেলার জালালপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি আশকোনা পূর্ব পাড়ার লেহুর টিলা এলাকার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে সে বিয়েও দিয়েছে।
ভুক্তভোগী ওই শিশুর নানী আজকের পত্রিকাকে বলেন, আমি ও আমার মেয়ে বাসা-বাড়িতে কাজ করি। আমরা কাজে গেলে তিন বছর বয়সী নাতিনকে দেখে রাখার জন্য ওই শিশুকে গাইবান্ধা থেকে নিয়ে আসি।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমাদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। এসময় নাতিন কান্নাকাটি শুরু করলে ওই মেয়ে তাকে কোলে করে মাঠে নিয়ে যায়। তখন শহিদুল ওই শিশুকে একা পেয়ে তার মুখ চেপে ধরে নিয়ে যায়। তা দেখতে পেয়ে একই বাসার একজন ভাড়াটিয়ে আমাদেরকে জানালে আমরা সেখানে দৌড়ে যাই।
এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা না দেওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওই শিশুর খালা বলেন, আমরা গরীব মানুষ। এসব মামলা বুঝি না। সেই সাথে থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি করার মত আমাদের কেউ নাই। আমাদের মান-সম্মান হারানোর ভয়ে আমরা মামলা করি নাই।
আশকোনা পূর্ব পাড়ার স্থানীয় বাসিন্দা লোকমান বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানাজানি হলে এলাকার ৪০ / ৫০ জন শহিদুলকে ডেকে জিজ্ঞাসা করা হয়। বিষয়টি শহিদুল অস্বীকার করলে ভুক্তভোগী ওই মেয়েটি সবার সামনেই তাকে শনাক্ত করে। এরপরই ওই জায়গার পোলাপানরা শহিদুলকে গণধোলাই দিয়ে পাশের একটি হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত শহিদুল ইসলাম ধর্ষণের চেষ্টার কথা অস্বীকার করেছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আশকোনা এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১৪ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৮ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৯ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
২৪ মিনিট আগে