নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মকর্তা হতে চাইলে তাঁদের শিক্ষকতার পদ ছেড়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বিএবিএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাউন্সিল সভা ও দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪)–এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২ প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়।
এসব দাবির মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা ও পদোন্নতির যোগ্যতা শিথিল করা, গ্রেডের উন্নয়ন করা, শর্ত পূরণের পরদিন হতে পদোন্নতি কার্যকর করা, কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীত করা, সকল দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, শিক্ষা ছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল গণনা সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা, পদায়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রাখা, কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা, রেজিস্ট্রার, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ সকল পদের জন্য অগ্রাধিকার অনুযায়ী সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে উদ্ভূত জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে পুনরায় আলোচনা সভা আয়োজন এবং খসড়া প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মো. মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম হিরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মকর্তা হতে চাইলে তাঁদের শিক্ষকতার পদ ছেড়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন (বিএবিএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাউন্সিল সভা ও দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২০২৪)–এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২ প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়।
এসব দাবির মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা ও পদোন্নতির যোগ্যতা শিথিল করা, গ্রেডের উন্নয়ন করা, শর্ত পূরণের পরদিন হতে পদোন্নতি কার্যকর করা, কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীত করা, সকল দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা, কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতি সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, শিক্ষা ছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরিকাল গণনা সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা, পদায়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রাখা, কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা, রেজিস্ট্রার, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ানসহ সকল পদের জন্য অগ্রাধিকার অনুযায়ী সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে উদ্ভূত জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে পুনরায় আলোচনা সভা আয়োজন এবং খসড়া প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।
সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মো. মোর্শেদুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম হিরা।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার দোগাছি সার্ভিস লেনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
২৪ মিনিট আগেচট্টগ্রাম নগরের আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর হত্যামামলা দায়ের করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেন
২৬ মিনিট আগেরাজধানীর হাজারীবাগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চিকিৎসক এ কে এম আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাড়ির মালিকের টাকা চুরি করে রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে...
৩৬ মিনিট আগেবান্দরবানের আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী সুরেন্দ্র ত্রিপুরা। তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও তাঁর নামে-বেনামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ ও স্বর্ণালংকার। শুধু জমিই কিনেছেন ৫০ একরের বেশি। অভিযোগ রয়েছে, শিক্ষক বদলি-বাণিজ্য, স্লিপ ও বিদ্যালয় সংস্কার প্রকল্পের টাকা লুটসহ নানা দুর্নীতির
১ ঘণ্টা আগে