নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্যা প্রেস’-এ তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘আমি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই। একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তাদের বিষয়। এটি নিয়ে বাংলাদেশ পুলিশের কারো চিন্তা করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, “আমি কোনো দিন...একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাইও নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই।” উনি প্রধান বিচারপতি ছিলেন।’
আমেরিকার ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এ রকম কোনো কিছু চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি পর্যায়ের ব্যবস্থা। এটি কিন্তু সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকা করার জন্য যত কিছু করা হচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে বলে আমি মনে করি না।’
বিএনপি ঘোষণা দিয়েছে সমাবেশ করতে এখন থেকে তারা কোনো অনুমতি নেবে না। এই ক্ষেত্রে আপনারা কী করবেন— এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আমি যতটুকু জানি আজকেও বিএনপির একটা সমাবেশ আছে ৷ তারা তো সব ধরনের নিয়ম মেনে, অনুমতি নিয়ে সমাবেশ করছে ৷ আর যদি কেউ অনুমতি না নেয়, তাহলে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাম্প্রতিক সময়ে ঘটা এডিসি হারুনকাণ্ডের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা ৷ এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খল বাহিনী। বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে চলে এবং চলবে। ঘটনা সংঘটিত হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটির রেজাল্টের ওপর ভিত্তি করে পুলিশের পক্ষ থেকে অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, “যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।” তার সঙ্গে সুর মিলিয়ে আমিও একই কথা বলতে চাই, যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।’
সাধারণ মানুষকে তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, মামলা ছাড়া ধরে এনে টাকা-পয়সা আদায়ের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিএমপির কোনো সদস্য অপরাধে জড়ালে আপনি কি উদ্যোগ নেবেন—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘অপরাধী পুলিশ হোক আর পুলিশের বাবা, সে অপরাধী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্যা প্রেস’-এ তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘আমি নির্ভয়ে নির্বিঘ্নে বলতে চাই। একটি দেশের ভিসা নীতি কী হবে সেটি তাদের বিষয়। এটি নিয়ে বাংলাদেশ পুলিশের কারো চিন্তা করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, “আমি কোনো দিন...একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাইও নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই।” উনি প্রধান বিচারপতি ছিলেন।’
আমেরিকার ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এ রকম কোনো কিছু চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি পর্যায়ের ব্যবস্থা। এটি কিন্তু সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকা করার জন্য যত কিছু করা হচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে বলে আমি মনে করি না।’
বিএনপি ঘোষণা দিয়েছে সমাবেশ করতে এখন থেকে তারা কোনো অনুমতি নেবে না। এই ক্ষেত্রে আপনারা কী করবেন— এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আমি যতটুকু জানি আজকেও বিএনপির একটা সমাবেশ আছে ৷ তারা তো সব ধরনের নিয়ম মেনে, অনুমতি নিয়ে সমাবেশ করছে ৷ আর যদি কেউ অনুমতি না নেয়, তাহলে ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাম্প্রতিক সময়ে ঘটা এডিসি হারুনকাণ্ডের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা ৷ এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খল বাহিনী। বাহিনীর যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে চলে এবং চলবে। ঘটনা সংঘটিত হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটির রেজাল্টের ওপর ভিত্তি করে পুলিশের পক্ষ থেকে অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, “যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।” তার সঙ্গে সুর মিলিয়ে আমিও একই কথা বলতে চাই, যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকু শাস্তি দেওয়া হবে।’
সাধারণ মানুষকে তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, মামলা ছাড়া ধরে এনে টাকা-পয়সা আদায়ের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিএমপির কোনো সদস্য অপরাধে জড়ালে আপনি কি উদ্যোগ নেবেন—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘অপরাধী পুলিশ হোক আর পুলিশের বাবা, সে অপরাধী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে