Ajker Patrika

দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের কারণে মার্ডার হচ্ছে, অভিভাবকদের সচেতন করল পুলিশ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০: ০৫
দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের কারণে মার্ডার হচ্ছে, অভিভাবকদের সচেতন করল পুলিশ

‘কিশোর গ্যাংয়ের কারণে অনেক মার্ডারের ঘটনা ঘটছে। কিছুদিন আগে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরিকাঘাতে খুন করেছে। হত্যাকারীর বয়স ১৭ আর ভিকটিম ১৮। একসঙ্গেই চলাফেরা করত। আপনার ছেলেমেয়ে কোথাও যায়, কী করে, কখন বের হলো, কখন এল—এসব বিষয় জানবেন। কোথাও সমস্যা হলে আমাদের জানাবেন।’ 

বুধবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর দক্ষিণখান থানা কম্পাউন্ডে ওপেন হাউস ডে’তে প্রধান অতিথির বক্তব্যে কিশোর গ্যাং সম্পর্কে অভিভাবকদের সচেতন করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম। 

এলাকাবাসীর সমস্যার কথা শুনে ডিসি মোর্শেদ আলম বলেন, ‘মাদক, উত্ত্যক্ত করা, চুরি, ছিনতাইয়ের ঘটনা সমাজের সব জায়গাতেই শুনি। এগুলো নির্মূল করার জন্য আপনাদের সহযোগিতা চাই।’ 

পুলিশের অপরাধ প্রবণতা প্রসঙ্গে মোর্শেদ আলম বলেন, ‘সবার ভেতরে খারাপ কাজের প্রবণতা রয়েছে। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের বিভাগীয় ব্যবস্থাও আছে। আপনারা জানেন, অনেক পুলিশ সদস্য চাকরি হারায়। যখন কোনো পুলিশ সদস্যের কোনো খারাপ কাজ নজরে আসবে, তখন আমার কাছে আপনারা অভিযোগ করবেন। কথা দিচ্ছি, যদি কোনো পুলিশ সদস্য বেআইনি কাজ করে, তাহলে আমি ব্যবস্থা নেব।’ 

করোনা ভাইরাসের কারণে মানুষ মানুষের কাছে আসত না। করোনা ভাইরাসের পর থেকেই ওপেন হাউস ডে প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কমিশনারের নির্দেশে নতুন করে শুরু করা হয়েছে। এখন থেকে দক্ষিণখানের চারটি ওয়ার্ডে প্রতি মাসেই ওপেন হাইস ডে হবে বলে জানান মোর্শেদ আলম। 

ওপেন হাউস ডেতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম খান বলেন, ‘একটা এলাকায় কতজন মাদকাসক্ত, তা চাইলেই কমিউনিটি পুলিশের সদস্যরা শনাক্ত করতে পারে। পুলিশকে তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’ 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তরিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন, দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজী, পরিদর্শক (অপারেশন) মো. আফতাব উদ্দিন শেখ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত