নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব (ডিপিএস) এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসায় আজ শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এম এম ইমরুল কায়েস।
পোস্টে তিনি লেখেন, ‘আমার ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলা হয়েছে; সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’
এ বিষয়ে ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, ‘সকালে (শুক্রবার) বিষয়টি আমার নজরে আসে। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে।’
‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।
ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে ৷ যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব (ডিপিএস) এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসায় আজ শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এম এম ইমরুল কায়েস।
পোস্টে তিনি লেখেন, ‘আমার ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলা হয়েছে; সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’
এ বিষয়ে ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, ‘সকালে (শুক্রবার) বিষয়টি আমার নজরে আসে। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে।’
‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।
ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে ৷ যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’
বগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
৩৮ মিনিট আগেআইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাঁকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন, যা চলমান। ওই মামলায় বিজয়ী হলে তাঁর চাকরিতে যোগ দিতে বাধা থাকবে না।
৪৪ মিনিট আগেবুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া, পৃথক এক ঘটনায় চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পোস্টে।
১ ঘণ্টা আগে