Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক কাস্টমস উপকমিশনারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক কাস্টমস উপকমিশনারের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগে কাস্টমসের উপকমিশনার মো. বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌসের নামে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। 

বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউসে এবং স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। 
 
মামলার এজাহারে বলা হয়, বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুদক থেকে সম্পদ বিবরণী জারি করা হলে তারা ২০২০ সালের ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ওই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা করা হয়। 

অপর মামলায় সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ১৩ লাখ ১ হাজার টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত