ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৩ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে