নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ২০: ১৯
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২০: ২৩

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত