Ajker Patrika

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১: ৫৭
গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেছে। এ সময় ওই পথচারী নিহত হওয়ার পাশাপাশি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আব্দুর রব বেপারী (৬৫) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। এ সময় বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, ফারুক হাসান (৩০), শহিদুল ইসলাম (৫০), আবুল হাসানত (৩০), মোরশেদ খান (৪০), সুবাশ দত্ত (৪০) বাবুল (৪৩) আবজাল (৬০) স্বপন মিয়া (৩৩) প্রমুখ। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত