মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২২: ৫৮
ফাইল ছবি

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আরাফাত ইসলাম (২৩)। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রামপুরা থানার এসআই সফিকুল ইসলাম খান বলেন, গতকাল ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামের একটি আবাসিক হোটেলের পাঁচতলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সফিকুল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক সৌদিপ্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন তাঁরা। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে প্রেমিকা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আরাফাতের মা-বাবা আত্মহত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত