Ajker Patrika

২১ দৃষ্টিপ্রতিবন্ধীকে প্রশিক্ষণ দিচ্ছে জেসিআই ঢাকা ডায়নামিক

বিজ্ঞপ্তি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২: ৫৯
২১ দৃষ্টিপ্রতিবন্ধীকে প্রশিক্ষণ দিচ্ছে জেসিআই ঢাকা ডায়নামিক

মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিইআরডিও) ‘প্রজেক্ট এনাবল’ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে। এতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব‍্যবস্থা করা হবে। 

প্রথম ধাপে ফার সিরামিকস আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ট্রেনিং ও কর্মসংস্থানের ব‍্যবস্থা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় টেকফি সলিউশন নামে দ্বিতীয় ধাপের আয়োজন করা হয়, যার পিয়ার পার্টনার টেকফি সলিউশন, ব্র্যান্ড স্মিথ ট্রেডিং ও জেসিআই ঢাকা ডাইনামিক। তাদের এই সম্মিলিত উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে বিইআরডিও। 

বুধবার থেকে এই প্রকল্পের আওতায় ২১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে একটি প্রকল্প শুরু হয়েছে। এতে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য খাবার ও বাসস্থানের ব্যবস্থাও আছে। 

পিয়ার পার্টনারের অভিজ্ঞ প্রশিক্ষকেরা এই ২১ জনকে প্রশিক্ষণ দেবেন। এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে অংশ নিয়ে তারা পেশাদার পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করা, দলগত কাজের প্রক্রিয়া, কাজের নির্দেশাবলি অনুসরণ ও পেশাদারিত্বের সঙ্গে বাস্তব পরিবেশে কাজের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া বুঝতে শিখবেন। 

প্রশিক্ষণার্থীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রত্যেকের আত্মশক্তি আবিষ্কার, নেতৃত্ব গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা বোঝার প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং অন্যান্য কর্মক্ষেত্রের জন্য যোগ্য করে নিজেকে গড়ে তুলতে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। 

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ডাইনামিকসের স্থানীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইমতিয়াজ উদ্দিন বলেন, এই উদ্যোগ শারীরিকভাবে অক্ষম মানুষদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা থেকেই এসেছে। আরও বক্তব্য রাখেন জেসিআই এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট মেরি কিতামুরা ও বিইআরডিওর প্রধান পরিচালক এমডি. সাইদুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত