Ajker Patrika

ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪: ৪১
ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের

ঈদে বাড়ি ফেরা হলো না দুই চাচাতো ভাইয়ের। মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরে যাওয়ার পথে মির্জাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা জামুর্কী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ী গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫। এদের মধ্যে আরিফুল ইসলাম এরিস্টোফার্মা কোম্পানি এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করতেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানান, আজ শুক্রবার সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা হন। পথে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের উপজেলার জামুর্কী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত