নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী এসি–ননএসি বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছেন সংগঠনের নেতারা।
আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমরা চাই, পরিবহন সেক্টরে যেন আবার অন্য কোনো চাঁদাবাজ-গডফাদারদের হাতে বন্দী হয়ে না পড়ে। সে জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবি করছি।’
রফিউর রাব্বী বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ননএসি বাসের ভাড়া ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। একইভাবে পাগলা, পোস্তগোলা, চিটাগাং রোড, পানাম রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। আমরা প্রত্যাশা করব, চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই ১৫ নভেম্বরের মধ্যে মানুষের যৌক্তিক দাবি মেনে নিয়ে পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবেন।’
পরে কর্মসূচি ঘোষণা করা হয়, ‘আগামী ১ থেকে ৮ নভেম্বর নাগরিক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়। ৯ নভেম্বর মিছিল। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পথসভা ও গণসংযোগ। ১৪ নভেম্বর মাইকিং। ১৫ নভেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ। ১৬ নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিল। ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল।
নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী এসি–ননএসি বাসের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছেন সংগঠনের নেতারা।
আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সহায়তা করেছে।’
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমরা চাই, পরিবহন সেক্টরে যেন আবার অন্য কোনো চাঁদাবাজ-গডফাদারদের হাতে বন্দী হয়ে না পড়ে। সে জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবি করছি।’
রফিউর রাব্বী বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের ননএসি বাসের ভাড়া ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। একইভাবে পাগলা, পোস্তগোলা, চিটাগাং রোড, পানাম রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। আমরা প্রত্যাশা করব, চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই ১৫ নভেম্বরের মধ্যে মানুষের যৌক্তিক দাবি মেনে নিয়ে পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবেন।’
পরে কর্মসূচি ঘোষণা করা হয়, ‘আগামী ১ থেকে ৮ নভেম্বর নাগরিক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়। ৯ নভেম্বর মিছিল। ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পথসভা ও গণসংযোগ। ১৪ নভেম্বর মাইকিং। ১৫ নভেম্বর শহীদ মিনারে মহাসমাবেশ। ১৬ নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিল। ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
১১ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে