জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৭: ২৪
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮: ৩৫

ঢাকায় হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পরে ওই এলাকায় পুলিশ, র‍্যাবের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও ঘটনার সময় গুরুত্বপূর্ণ এই চত্বরে ছিল না তারা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাসচালক মুজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরানা পল্টন মোড় থেকে ৪ থেকে ৫ জন যুবক বাসে ওঠেন। তারপর তাঁরা প্রেসক্লাবের সামনে এসে নেমে যান। তাঁরা নেমে যাওয়ার পর যাত্রীরা আমাকে বলেন ওরা (যুবকেরা) বাসে কোনো পাউডার রেখে গিয়েছে। এ সময় যাত্রীরা আমাকে নেমে যেতে বলে দ্রুত নেমে যাই। তারপরই বাসে আগুন লেগে যায়। কদম ফোয়ারার সামনে এসেই বাসে সম্পূর্ণ আগুন লেগে যায়।’

এ সময় বাসে আনুমানিক ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসচালক মুজিবর রহমান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোঁয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

বাসে অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের পাশাপাশি শাহবাগ থানা-পুলিশ বাসচালক, হেলপার ও হাইকোর্ট এলাকার ভাসমান এক যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত