১০ জানুয়ারি গাড়ি নিয়ে হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৭: ৫১

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে আগামী সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর হাতিরঝিলে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার। 

ডিএমপি মিডিয়া জানায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে হাতিরঝিলে গাড়ি প্রবেশ বন্ধ থাকবে। যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় যেতে ইচ্ছুক, তাদের মগবাজার, মৌচাক সড়ক হয়ে যেতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক, তারা গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করতে পারবে। অন্যদিকে পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক, তাদের পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড ব্যবহার করার অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। 

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য রাজধানীবাসীর সর্বাত্মক সহযোগিতা ডিএমপি ট্রাফিক বিভাগ আশা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত