নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ফাতেমা নাসরিন (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১০ দিন ধরে নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার দুপুরে তিনি মারা যান।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা যৌতুকের দাবিতে বটি দিয়ে কুপিয়ে ও পুতা দিয়ে আঘাত করে স্ত্রীর মাথার খুলি ভেঙে দেয় মির্জা সাখাওয়াত হোসেন (৪৯)। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এই কর্মকর্তা স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে আছেন। নিহত নাসরিন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডাক্তার নুরুল আমিনের মেয়ে।
নিহত নাসরিনের বড় বোন ও মামলার বাদী আরজিনা বেগম বলেন, ‘আমার ছোট বোনকে বিভিন্ন সময়ে টাকার জন্য নির্যাতন করত। সে বিসিএস ফাস্ট ক্লাস কর্মকর্তা হয়েও যৌতুকের জন্য নির্মমভাবে নির্যাতন করত। এই ঘটনায় আমার বোন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এ বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে একটি মামলা করেছিল। কিন্তু গত ৮ মার্চ রাতে আবারও যৌতুকের দাবিতে বটি ও পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার বোনের মাথার খুলি ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে নিউরোসায়েন্সে পাঠানো হয়। এখানেই ১০ দিন চিকিৎসাধীন ছিল। আজ দুপুরে ডাক্তার তাঁর মৃত্যুর কথা জানায়।’
আরজিনা আরও বলেন, ‘সরকারি চাকরি করেও সে ব্যবসা করার জন্য টাকা চাইতো। আমাদের পারিবারিক সম্পত্তি বিক্রি করে টাকা না দেওয়ায় সে আমার বোনের এই অবস্থা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি বর্তমানে কারাগারে আছেন। নির্যাতনের শিকার ওই নারী আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।
নিহত নাসরিনের মরদেহ পঞ্চগড় সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ফাতেমা নাসরিন (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১০ দিন ধরে নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার দুপুরে তিনি মারা যান।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা যৌতুকের দাবিতে বটি দিয়ে কুপিয়ে ও পুতা দিয়ে আঘাত করে স্ত্রীর মাথার খুলি ভেঙে দেয় মির্জা সাখাওয়াত হোসেন (৪৯)। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এই কর্মকর্তা স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে আছেন। নিহত নাসরিন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ডাক্তার নুরুল আমিনের মেয়ে।
নিহত নাসরিনের বড় বোন ও মামলার বাদী আরজিনা বেগম বলেন, ‘আমার ছোট বোনকে বিভিন্ন সময়ে টাকার জন্য নির্যাতন করত। সে বিসিএস ফাস্ট ক্লাস কর্মকর্তা হয়েও যৌতুকের জন্য নির্মমভাবে নির্যাতন করত। এই ঘটনায় আমার বোন বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এ বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে একটি মামলা করেছিল। কিন্তু গত ৮ মার্চ রাতে আবারও যৌতুকের দাবিতে বটি ও পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার বোনের মাথার খুলি ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে নিউরোসায়েন্সে পাঠানো হয়। এখানেই ১০ দিন চিকিৎসাধীন ছিল। আজ দুপুরে ডাক্তার তাঁর মৃত্যুর কথা জানায়।’
আরজিনা আরও বলেন, ‘সরকারি চাকরি করেও সে ব্যবসা করার জন্য টাকা চাইতো। আমাদের পারিবারিক সম্পত্তি বিক্রি করে টাকা না দেওয়ায় সে আমার বোনের এই অবস্থা করেছে।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ দুঃখজনক। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি বর্তমানে কারাগারে আছেন। নির্যাতনের শিকার ওই নারী আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।
নিহত নাসরিনের মরদেহ পঞ্চগড় সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২১ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে