‘অবসরের টাকাটা পেলে বাকি জীবন ভালোভাবে চলতে পারতাম’

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর) 
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১: ৫৯
Thumbnail image

শিক্ষকতা পেশা শেষ হয়েছে প্রায় চার বছর আগে। এখনো পাননি অবসর ভাতার টাকা। সংসার চালাতে ওষুধের দোকানে কাজ করেন অমিয় কুমার বিশ্বাস। সেখান থেকে প্রতিদিন পান ৫০ টাকা। এতে অসুস্থ স্ত্রীর ওষুধপত্র কিনে সংসার চলে না তাঁর। অমিয় বলেন, ‘অবসরের টাকাটা পেলে বাকি জীবন ভালোভাবে চলতে পারতাম।’ 

আজ শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। দিবসটি সামনে রেখে গত বৃহস্পতিবার কথা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক অমিয় কুমার বিশ্বাসের সঙ্গে। 

যশোরের ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুল থেকে ২০২০ সালে অমিয় কুমার বিশ্বাস অবসরে যান। ২০ বছর তিনি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদে চাকরি করেছেন। শিক্ষকতার বয়স শেষ হওয়ার পরপরই অমিয় সব কাগজপত্র ঠিকঠাক করে অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের টাকা পেতে আবেদন করেন। বছর দু-এক পর কল্যাণ ফান্ডের লাখ তিনেক টাকা পেলেও অবসর ভাতার টাকার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করেও সুফল মিলছে না। 

অমিয় কুমার ঝিকরগাছার কৃষ্ণনগরের নিতাই বিশ্বাসের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। ১৯৭৫ সালে এমএল মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৭৮ সালে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৫ সালে যশোর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেন। এরপর প্রায় এক যুগ বেসরকারি সংস্থায় চাকরি করেন। পরে তিনি ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের ভকেশনাল শাখায় সহকারী শিক্ষক (টেকনিক্যাল পদে) পদে যোগ দেন। 

পরিবার সূত্রে জানা গেছে, অমিয় কুমার বাবার সম্পদ হিসেবে পান বসতভিটার দুই শতক জমি। কর্মজীবনের শুরুতেই স্ত্রী উত্তরা বিশ্বাস হৃদ্‌রোগে আক্রান্ত হন। ওই সময় স্ত্রীর হার্টে একটি অস্ত্রোপচার করতে হয়। পরে স্ত্রীর প্রতিদিনের ওষুধ কেনা ও সংসার চালাতে মাসিক বেতন-ভাতার টাকা সঞ্চয় করার সুযোগ হয়নি। তাঁদের দাম্পত্যে একমাত্র ছেলেসন্তান রয়েছে। তিনি মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন। অমিয়র স্ত্রীর হার্টে আরও একটি অস্ত্রোপচার করতে হয়। এসব কারণে কর্মজীবনের শেষে এসে সঞ্চয়শূন্য হয়েছেন তিনি। 

এদিকে, অমিয় কুমার ২০২০ সালে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাইস্কুল থেকে অবসরে গেলেও ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারিকরণে গেজেটভুক্ত হয়। কিন্তু তখন পর্যন্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণে গেজেটভুক্ত হয়নি। এতে ২০২০ সালে অমিয় কুমার বিশ্বাস বেসরকারি শিক্ষক হিসেবে অবসরে যান। 

ঝিকরগাছা বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানে একান্ত আলাপচারিতায় উঠে আসে অমিয় কুমার বিশ্বাসের বিভিন্ন কষ্টের কথা। তিনি এই হোমিওপ্যাথিকের দোকানে প্রতিদিন বিকেলে বসেন। প্রতিদিন পান ৫০ টাকা করে। অবশ্য সেখান থেকে মাঝেমধ্যে বিভিন্ন সহযোগিতাও পান। এই ৫০ টাকা দিয়ে যেখানে খাবার জোগাড় করা কষ্টকর, সেখানে মাছ-মাংসের কথা ভাবা দুঃস্বপ্নের মতো বিষয় বলে জানান অমিয়। 

অমিয় কুমার বলেন, ‘এখন যা আয় হয় তা দিয়ে চলতে হয়, তবে মাঝেমধ্যে স্বল্প পরিমাণ মাছ কিনলেও মাংসটা কেনার সক্ষমতা থাকে না বেশি সময়। অবসর ভাতার টাকাটা পেলে তা দিয়ে হয়তো বাকি জীবনটা আরেকটু ভালোভাবে চলতে পারতাম।’ 

কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দেশসেরা শিক্ষক মো. আব্দুর রশিদ বলেন, ‘অমিয় স্যার অবসরের টাকা না পাওয়ায় খুব অনটনের মধ্যে জীবন যাপন করেন। টাকাটা পেলে তাঁর কষ্ট দূর হতো।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘আগে সাধারণত তিন-চার বছর বা এরও বেশি সময় লাগত। বিষয়টি জানিয়ে আমরা অধিদপ্তরকে চিঠি দিয়েছি, খুব শিগগির হয়তো টাকা পেয়ে যাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত