যশোরে বিএনপির সমাবেশে পুলিশের বাধার অভিযোগ

যশোর প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২১: ৫৪
Thumbnail image

যশোরে বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাধা উপেক্ষা করে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের লালদীঘিতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতারা অভিযোগ করেন, জনসভায় আসার পথে নেতা-কর্মীদের বাধা, বিনা উসকানিতে লাঠিপেটা ও সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

তবে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এই জনসমাবেশ করা হয়। 

যশোরে জনসভা করতে পুলিশের বাধা। ছবি: সংগৃহীত দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করে। তবে এর আগে থেকেই পুলিশ লালদীঘি এলাকা নিয়ন্ত্রণে নেয়। সভায় নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসলে বাধা দেয়। এমনকি বিনা উসকানিতে লাঠিপেটাও করেছে পুলিশ। তা ছাড়া সাতজন নেতা-কর্মীকে আটক করেছে। তারপরও তাঁরা জনসভা করেছেন। 

বিকেলে জনসভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে রয়েছি। এই সময়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার যে শপথ নিয়েছি, সেই শপথ থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। পুলিশ দিয়ে এই সরকার নেতা-কর্মীদের হামলা করালেও আমরা পিছপা হব না। আমরা যদি স্বেচ্ছায় কারাবরণ করি; তাহলে আপনাদের কারাগারে জায়গা হবে না। ফলে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে ঝামেলা করবেন না।’

জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টি এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ। জনসভায় জেলা ও আট উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত