Ajker Patrika

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৬
চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২০০৫ সালের ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য়) বিচারক লুৎফর রহমান শিশির এ রায় দেন। রায়ের পর কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে তাঁকে কারাগারে নেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত সাইফুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত আলতাবের ছেলে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সিরিজ বোমা হামলায় অংশ নেন সাইফুল। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি শাইফুলকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে ওই মামলাটি তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। ২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার মামলার আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন। 

আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি শাইফুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত