দোকানের টাকা হাতিয়ে পালালেও যুবক ধরা পড়লেন সিসিটিভি ক্যামেরায়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

স্ত্রীর জন্য গলার হার কিনতে একটি দোকানে যান সুফল দাশ (৩২) নামের এক যুবক। ওই দোকানের টেবিলের ওপর ৫০ হাজার টাকা দেখতে পান তিনি। কৌশলে সেই টাকা নিয়ে বের হয়ে গেলেও সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজে ধরা পড়েছেন তিনি। সুফলকে ধরে পুলিশে দিয়েছেন দোকানের মালিক। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা পৌর এলাকায়। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছ।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সুফল দাশের বাড়ি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঋষি পাড়ায়। তিনি স্ত্রীর জন্য ইমিটেশনে তৈরি হার কেনার জন্য গতকাল দুপুরে পৌর সদরের বাবু লেদার হাউস ও কসমেটিকসের দোকানে যান। দোকানের মালিক তৌহিদুল ইসলাম বাবু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ৫০ হাজার টাকা টেবিলের ওপর রেখে জমা বইয়ে লিখছিলেন। এ সময় সুফল ইমিটেশনের হার দেখাতে বলেন। 

হার দেখানোর সময় সুফল কৌশলে টেবিলের ওপর থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তিনি হার কিনে তড়িঘড়ি করে দোকান থেকে বেরিয়ে যান। দোকান মালিক বাবু টাকা না পেয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। সঙ্গে সঙ্গে বাবু ও তাঁর লোকজন সুফলের সন্ধানে বেরিয়ে পড়েন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা পৌর বাজার এলাকা থেকে সুফলকে আটক করেন। 

আটকের পর সুফলের স্বীকারোক্তিতে তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধার হয়নি। দোকান মালিক বাবু থানা-পুলিশকে জানালে পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমানের নির্দেশে উপপরিদর্শক হাসানুর রহমান সুফলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে গতকাল এই ঘটনায় মামলা করেন দোকান মালিক বাবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত