নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
১ ঘণ্টা আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৬ ঘণ্টা আগে